Sunday, January 29, 2023

Pigeonhole


Back again with another amateur poem after almost three years...


Don’t seduce my mindless mind 

unless it makes you shiver 

Don’t reduce me to a final conclusion

until you score the decider 


I won't mind a heartless dictator 

Putting on a burlesque for your peers

I promise I won't resist 

If you insist, I won't break down in tears


But don’t play those mind games 

The game aint gonna be over 

Don’t go by my ancestral roots

Trust me, you won’t get too far 


If you want, you can be the detective 

on a mission to expose all my illicit affairs

You can judge my unfinished book

skimming through the unwritten chapters


But don’t make those assumptions 

when you are not ready to dive deeper 

Don't normalize my blissful ignorance

when you are not ready climb steeper


I won’t mind if you change my selfish narratives 

And downplay all my credentials

Feel free to dismiss my sweet nothings

Expose all my wasted potentials


But don’t shatter my childhood into pieces

unless you are ready to face blood

Don’t try to rationalize my ulterior motives 

unless you know how to escape a flood

 

If you want, you can be the winner

who has the last word in every contest 

You can be the torch bearer 

walking all over my empty nest 


But don’t seduce my mindless mind 

unless it makes you shiver 

Don’t reduce me to a final conclusion

until you score the decider 


Saturday, June 20, 2020

Even if it's a lie

An extreme throwback to a couplet (the last two lines of this poem) I wrote during a pleasant yellow cab ride in Kolkata back in 2010. I wrote it as a text message in an earlier-generation mobile phone before pressing the send button. To my surprise, the response from the recipient was so overwhelming that it floats my boat even today (my state of mind was very similar to Sushant's or Irrfan's in the image below). Recently I had a chance to expand on the central theme with a light-hearted touch, resulting in the following short poem :)


মিছেই না হয় 

মিছেই না হয় পুছলে হদিশ দুর্বলের তাই কম কি?
বিশেষ সূত্রে খবর নিও আজকাল আমি শয্যাশায়ী
News এ আসবে না তাই পাঠাচ্ছি Weather Report
প্রবল ঝড়ের আশঙ্কা তাই চলছে না Public Transport
WhatsApp এর দরদী Status পৌছায়নি তোমার শহরে
শেষ পর্যন্ত কলম ধরলাম By Chance যদি মনে ধরে
মিছেই চাইলে চোখ তুলে না হয় জীবনকবির তাই কম কি?
সবাই জানে তুমিই বনলতা সেন তুমিই আমার 'দুদণ্ড শান্তি'

মিছেই না হয় করলে খাতির নিষ্প্রাণের তাই কম কি?
খোঁজ নিয়ে দেখো তুমি নেই তাই আমি Almost ধরাশায়ী
ডাক্তার বলেছে 'Gone Case - Multiorgan Failure'
Artificial Intelligence বলছে 'Relapse - For Sure'
তোমার চলে যাওয়ার অনিবার্যতায় জীবন খেয়েছে থতমত
তার ওপরে Early Midlife Crisis আর বাকিটা ব্যক্তিগত
তাই মিছেই না হয় বাসলে ভালো ফকিরের তাই কম কি?
ভুল বলিনি ভেবে দেখো তুমি ছাড়া আমি ফকির-ই

Saturday, May 30, 2020

Five Poems

Social distancing got me scrolling through my old diary of poems from high school and college days. I think teenager me would high-five grown-up me for digitalizing these amateur writings! It feels amazing that some of these feelings from the early 2000s are still relevant and relatable today! But most importantly, it's a sheer nostalgia to revisit the poems, like listening to an old song that brings an exact moment from the past. Be it from a college canteen, classroom, or hostel, for a split second, I could feel the presence of my younger version and the instantaneous thought process going behind the lines. Without any further digression, here are five poems in chronological order, among which two of them (4th and 5th) were written in classroom backbenches 🙈🙈🙈

A page from the diary of poems!





বিশ্বকাপ ক্রিকেট ২০০৩ (2003)

আফ্রিকার তিনটি দেশের নামীদামী শহর
সেখানেই বসেছিল এবার বিশ্বকাপের আসর
অংশ নিয়েছিল মোট চোদ্দটি দেশ
তাইতো খেলাগুলো জমেছিলো বেশ
লারার দাপটে হলো খেলার উদ্বোধন
দ্বিতীয় ম্যাচে হেরে ভারত করলো ছন্দপতন
কেনিয়া চমকপ্রদ কাজখানি করে
পোলকরা সটান প্রথম রাউন্ডেই সরে
বিধ্বংসী McGrath Leeরা করে রাজত্ব
পাকিস্তানের হার হয় ভারত প্রদত্ত
ইতিহাস গড়লো সচিনের ৯৮
ছটি দেশ বয়ে চললো Super Six এর মই
অবশেষে এলো সেইদিন মার্চ ২৩ শে
পন্টিং করলেন জাহিরদের খুন সম্রাটের বেশে
সেনাপতি হয়ে কাজ ভারী জমালেন মার্টিন
শতকোটির স্বপ্ন করে দিয়ে লীন
১৯৮৩র বিশ্বজয় মনে পড়লো
ভারতীয় অশ্রুধারা ভূপতিত হল
মিশ্র অনুভূতিতে বিদায় জানালো বিশ্বকাপের হাত
২০০৭ এ ওয়েস্ট ইন্ডিজ এ ফের হবে সাক্ষাৎ

ঘূর্ণিপাক (2003)

স্নিগ্ধ বাতাস বয়েছে যে চলে
মানুষজন ঘরবাড়ি সকলকে এই বলে
হৃদয়ে জাগিয়ে অদ্ভুত অনুভূতি
মানসিকতার ঘটিয়ে চঞ্চল চ্যুতি
সুদূর ইরাক থেকে এসেছে যে বাণী
পৌঁছে দেবে কে এই বার্তাখানি
সাম্প্রদায়িকতায় আক্রান্ত মোরা সব জাত
আমরাই ঘটাচ্ছি প্রাণের যবনিকাপাত
বয়ে চলে পবন অতীতকে ঘিরে
বিবর্তন প্রশ্ন করে খুবই ধীরে ধীরে
বিজ্ঞানের উন্নতি চুপি দেয় উঁকি
আধুনিকতা আবার নেয়নি কোনো ঝুঁকি
তাই দেখে হাসেন দেবতা কল্কি
'কেমন দেখাছি আমি যুগের ভেল্কি?'
মনমড়া বাতাসের আর ঠাঁই নাই
ঘূর্ণিপাকে পাক দিয়ে চড়াই উৎরাই
'যদি পারিরে স্বল্প বার্তা শোনাতে
ঐক্য যদি আনতে পারি বিবিধ জাতে
পারি যদি আনতে মহাপুরুষকে
দিতে আমি রক্ত বিশ্বের ফুসফুসকে
যদি পারি থামাতে নরমেধ বলি
শান্তিকে সঙ্গে নিয়ে মৃদুমন্দ চলি
হই দিশেহারা জড় পৃথিবীকে পেলে
ঘূর্ণিপাকে স্বস্তি পাই ঝেড়ে মুছে ফেলে'


অন্তরন (2004)

ক্যান্টিন এর গরম কফির ধোঁয়ায়
লুচি ছেঁড়ার আঙ্গুল মাঝে
চশমাচোখের নিবিড়তলে
কাঁঠালগাছের সবুজ বুকে
বাতায়নের ওই পারে
ঝাপসা ছবি ফুটে ওঠে
চোখের ভাষায় নীরবতায়
সুপ্ত ইচ্ছে ওই দেখা যায়
উড়ান ঘুড়ির পড়ার ভয়ে
নাগরদোলার ঘূর্ণিপাকে
নদীর স্রোতে ওই ভেসে যায়
হঠাৎ তাতে বান  আসে
কার কি বা যায় আসে!
ঘুড়ি তবু উড়তে থাকে
আঙ্গুল লুচি ছিন্ন করে
ধোঁয়ার আঁচ কমতে থাকে
চোখের ভাষা নীরবই থাকে
কার কি বা যায় আসে!


অবরোধ (2005)

কান্নাভেজা চোখের চাহনি
বুক চেপে যাওয়া আর্তনাদ
নিবেদিত অপলক দৃষ্টি
এসবেরই ঘন ঘন ঝলকানি
তবু কোথাকার এক বাঁশবন
আঁকা বাঁকা আঙিনা
ঘুরে আসে ফিরে আসে তারপর জানিনা
সামনে গণিত স্বপ্ন অগণিত
সংখ্যার অবাধ বিচরণ
মিলিয়ে যাওয়া বিকেলবেলায়
প্রাণ ডাকে আয়
তবু থমকে থাকে পা, তাই দাঁড়িয়ে থাকি...


একদিন (2005)

একদিন
যেদিন নিভে যাওয়া সূর্য
পৃথিবীর সব আলো ফিরে পাবে বলে

একদিন
যেদিন সেই নবান্নের ঘ্রাণ
গ্রামের পথে পথে সুবাস ছড়াবে বলে

একদিন
যেদিন সৃষ্টির মনের কথা
দ্বেষ নয় প্রেম মনে হবে বলে

একদিন
যেদিন চেতনার বলয়ের নিজগুনে
মানুষ অনবনমনে পৌঁছে যাবে বলে

আজো মানুষ বেঁচে আছে
আজো মানুষ স্বপ্ন দেখে
আজো সেই জীবনকবির ভাবনা বারবার ঘুরে আসে
আজো তাই কেউ কেউ কবি হতে চায়
আজো তাই কেউ কেউ কবিতা লেখে




Monday, April 20, 2020

Endless

Finally, it's time for the second poem of the year. The title is inspired by the 2009 Bengali movie of the same name "Antaheen...". Metaphorically, the central idea is similar to someone in lockdown, going through endless mixed emotions in the landscape of the past, present, and future while embracing the uncertainty of life. I am thankful to the readers of my previous poem who encouraged me to write more. Feedback and suggestions are always welcome. Please continue to stay safe and healthy everyone!


Frantically running downtown
Dodging a thousand bullets
Infinite second chances 
A million stumbles later
I walked up the vanishing path
Catching my breath letting it all go

Staring through a series of flashbacks
My mind travels backward
Countless narrow escapes
Untold comebacks later
My racing heart nears a vantage
Bursting into tears letting it all flow

Fast forward to a frozen wish
I wake up numb at a question mark
My scattered words
Fighting an awkward wind
My empty brain cries out a shout
On a wild day letting it all blow

Back to the present day 

Hitting an old dusty trail
Making a way through the wilderness 
I meet your ocean eyes 
My reckless soul stands still 
With a dazzling sunrise letting it all glow


P.S. The overall narrative of the first two stanzas is inspired by a 2018 Bollywood song sequence from the movie "Blackmail", especially the last 2 minutes or so that elevates to a surreal level of ecstasy matching the heartbeat of a broken heart and the insanity of a devastated soul all captured beautifully in a short sequence of distraught run.



Wednesday, January 22, 2020

Na Hanyate (It Does Not Die)

After 8 long years, it's time to get back on the horse. The title of this amateur poem is inspired by the famous 1974 novel of the same name by Maitreyi Devi. This is also my very first attempt at writing poetry in English. I want to thank everyone who provided early feedback on the initial version which is very much appreciated. Without further ado, here goes the poem 'Na Hanyate'.

Love is often contradictory in nature as the saying goes
'Amare et sapere vix deo conceditur'.
Thanks to a friend for this one.

Let's not ignore the red flags anymore

                    For heaven's sake - for our own sake - let's not make it a chore

I mean this was a long time coming
                    You know it deep down 'coz you're strong and wise
As much as I'd like to believe we can restore our fate
                    Let's not gamble anymore and absolutely not roll the dice

Do we owe each other an apology? May be but who cares?

                    Let's not lose ourselves in quest of a closure
Some things in life are too good to be true
                    Let's not play the blame game 'coz there is never a winner

Let's not avoid the warnings any longer

                    For heaven's sake - for our own sake - let's not make it a daily banter

As ironic as it may sound the onus is on me for letting you down
                    I've always learned the hard way now I know love doesn't conquer
I must admit the heartbreaks caught me completely off guard
                    I can't promise to heal your wounds but I truly wish you recover

For one, we could not afford happiness among other earthly treasures
                    Let's agree to disagree but not at the expense of each other
I feel sick to my stomach taking a stroll down the memory lane
                    My future is uncertain but I'm certain we're never getting back together

Let’s not take each other for granted - not even a tiny bit

                    For heaven's sake - for our own sake - let’s not make it a habit

We have come a long way through dust and darkness
                    Little did we know we were headed for a miserable fall
Two drowning people can only drag each other down
                    Let's not be vulnerable and let's not sympathize at all

I low-key hope that we will together go miles in our next life

                    With a much better version of us meant to be together
I hope you won’t mind if I finally win you over
                    Let's then be madly in love - made and mad for each other

Until then, let’s not neglect our total failure as a pair

                    For heaven's sake - for our own sake - let’s not pretend we have a future

It must feel good to dream of an alternate reality full of hopes

                    'Coz love makes you strong and unrequited love stronger
Sometimes, I am left shivering thinking of our happy times
                    But hey, we had a good run and nothing great lasts forever

I get to write this now without any regrets

  'Coz you were unapologetically you in pulling the trigger
Don't get me wrong it's a dream come true to be a part of your life
                    We crushed our dreams but let's not crush each other

Let’s not be held at gunpoint as a begging gesture

                    For heaven's sake - for our own sake - let's not make it an everyday affair

A scene from the movie Fanaa (2006).
We failed as a couple, let's not fail as a solo traveler in this journey called life.

Wednesday, March 13, 2013

Hunger Strike!

After a long long time, I am posting something here. This was written on the occasion of a friend's birthday back in 2004. I was so 'full' of happiness that I realized that I am not even feeling hungry as I am 'fully loaded' with joy. No wonder, I celebrated the occasion with a poem by succumbing to an intentional hunger strike. The festive mood formed the basis of this amateur writing :)              


                                    

অনশন 

উপোশ করেছি আমি 
হ্যা , আমি উপোশ করেছি আজ !

আকাশকোলে মেঘবালিকারা আজ 
পাগল হয়েছে তীব্র প্রেমের ভাষায়
রন্ধ্রে রন্ধ্রে ওদের ছড়াচ্ছে আবেশ 
রোদবালকের তরে মিলনের আশায় 

উফ! কি ক্ষুধার্ত না হয়েছে আজ 
স্বপ্ন-ইচ্ছে-উষ্ণতাকে কাছে পেতে চায় 
মৃদু টোকায় ঝিমিয়ে পরা লজ্জাবতী 
প্রাণপুরুষের স্পর্শে জেগে যেতে চায় 

আশ্চর্য! ওরা মুদে যায় না আর !
না, ওরা মুদে যায় না আর !

অমাবস্যাভরা রাতের তিমিরে আজ 
দিশেহারা তারাগুলো নিভতে নারাজ
প্রাণমনে আনমনে ওরা পাক খায় 
বিন্দুসঙ্গমে পৌছে যেতে চায় 

উফ! কি অবুঝ না হয়েছে আজ 
নিজেকে সপেছে আদরের গভীরতায় 
আহা! কবে কে কোথায় পেয়েছে এমন ফুলশয্যার সাজ 
প্রিয়জনের নেশায় মাতাল হয়ে ছেড়েছে সর্বলাজ 

বিন্দুমাত্র আপোস করেনি আজ !
না, ওরা আপোস করেনি আজ !

উপোশ করেছি আমি 
হ্যা আমি উপোশ করেছি আজ!

Sunday, October 7, 2012

A Momentary Moment

                                
Sometimes some unexpected phenomenon happens that changes our mood completely for good or bad. In my case, it was for good. It was a pleasant afternoon when a commonplace yet extraordinary, momentary yet ecstatic, regular yet exciting moment happened and the aftereffect was the following :)

ক্ষণিকা

একাকী দাঁড়িয়ে ছিলাম চৌরাস্তার মোড়ে
আকাশের মেঘগুলো সব যাচ্ছিল সরে সরে
বিকেলের মৃদু হাওয়া বইছিল ধীরে
সহসা কি দেখিলাম ওই মানবীরে
গড়িয়ার মোড় হতে আসিতেছিল হাঁটি
ভাবিলাম দিন বুঝি হইলো না মাটি
কি ভর করিল হঠাৎ মনেতে
দুজনে পাশাপাশি চলিলাম পথেতে
এ কেমন রূপসী এমন পরিপাটি
কোনো কথা হইলো না কেবল তাকাতাকি
এমন সময় পথ বুঝি ফুরাইল আসি
দিগন্তে দিবাকর অস্ত গেল হাসি
আমার পথ ধরিল না, চলে পথান্তরে
আর দেখা হইলো না চিরকালান্তরে |