মনকেমনের রং নাকি সবুজ
ওর গোটা শরীর জুড়ে তীব্র জলোচ্ছাসের শব্দ
আর্তনাদের কালো রং ও মাড়িয়েছে অনায়াসে
এবড়ো খেবড়ো পথের হদিস ও জানে
তাই হাজার বছরের রক্তাক্ত পথ পেরিয়ে
বজ্রকঠিন নি:স্তব্ধতাকেই আঁকড়ে ধরেছে প্রাণপনে |
মনকেমনের রং বুঝি সবুজ
একবুক অভিমানের নীল ওর রন্ধ্রে রন্ধ্রে
বিষাক্ত মায়াকান্না ওর গহ্বরে গহ্বরে
লুকোচুরির আদৌপান্ত ও জানে
তাই নৃশংস উষ্ণতার ভাষা এড়িয়ে
শান্তশীতল নীরবতাকেই বন্ধু করেছে গোপনে |
মনকেমনের রং হয়তো সবুজ
খাদের কিনারার ধূসর ওর নাকে মুখে
নির্লজ্জ চাওয়া পাওয়া ওর অতীতে অতীতে
শূন্যতার হাতছানি ও জানে
তাই সব দীর্ঘশ্বাসের পর, সব অন্ধকার পেরিয়ে
ক্লান্ত নাবিকের মত পাড়ি দিয়েছে আলোর সন্ধানে |
মনকেমনের রং হল সবুজ
একদল chlorophyl ওর নির্যাস!
মৃদুমন্দ বাতাসের শিহরন ওর জঠরে
আকাশ ওর মনের কথা জানে
তাই অভাগা শিশুর মত এক অসহায় বিকেলে
ঘন সবুজ গাছের ছায়ায় মায়ের কোল খুঁজেছে সমানে |
ওর গোটা শরীর জুড়ে তীব্র জলোচ্ছাসের শব্দ
আর্তনাদের কালো রং ও মাড়িয়েছে অনায়াসে
এবড়ো খেবড়ো পথের হদিস ও জানে
তাই হাজার বছরের রক্তাক্ত পথ পেরিয়ে
বজ্রকঠিন নি:স্তব্ধতাকেই আঁকড়ে ধরেছে প্রাণপনে |
মনকেমনের রং বুঝি সবুজ
একবুক অভিমানের নীল ওর রন্ধ্রে রন্ধ্রে
বিষাক্ত মায়াকান্না ওর গহ্বরে গহ্বরে
লুকোচুরির আদৌপান্ত ও জানে
তাই নৃশংস উষ্ণতার ভাষা এড়িয়ে
শান্তশীতল নীরবতাকেই বন্ধু করেছে গোপনে |
মনকেমনের রং হয়তো সবুজ
খাদের কিনারার ধূসর ওর নাকে মুখে
নির্লজ্জ চাওয়া পাওয়া ওর অতীতে অতীতে
শূন্যতার হাতছানি ও জানে
তাই সব দীর্ঘশ্বাসের পর, সব অন্ধকার পেরিয়ে
ক্লান্ত নাবিকের মত পাড়ি দিয়েছে আলোর সন্ধানে |
মনকেমনের রং হল সবুজ
একদল chlorophyl ওর নির্যাস!
মৃদুমন্দ বাতাসের শিহরন ওর জঠরে
আকাশ ওর মনের কথা জানে
তাই অভাগা শিশুর মত এক অসহায় বিকেলে
ঘন সবুজ গাছের ছায়ায় মায়ের কোল খুঁজেছে সমানে |