Sunday, October 7, 2012

A Momentary Moment

                                
Sometimes some unexpected phenomenon happens that changes our mood completely for good or bad. In my case, it was for good. It was a pleasant afternoon when a commonplace yet extraordinary, momentary yet ecstatic, regular yet exciting moment happened and the aftereffect was the following :)

ক্ষণিকা

একাকী দাঁড়িয়ে ছিলাম চৌরাস্তার মোড়ে
আকাশের মেঘগুলো সব যাচ্ছিল সরে সরে
বিকেলের মৃদু হাওয়া বইছিল ধীরে
সহসা কি দেখিলাম ওই মানবীরে
গড়িয়ার মোড় হতে আসিতেছিল হাঁটি
ভাবিলাম দিন বুঝি হইলো না মাটি
কি ভর করিল হঠাৎ মনেতে
দুজনে পাশাপাশি চলিলাম পথেতে
এ কেমন রূপসী এমন পরিপাটি
কোনো কথা হইলো না কেবল তাকাতাকি
এমন সময় পথ বুঝি ফুরাইল আসি
দিগন্তে দিবাকর অস্ত গেল হাসি
আমার পথ ধরিল না, চলে পথান্তরে
আর দেখা হইলো না চিরকালান্তরে |