Wednesday, March 13, 2013

Hunger Strike!

After a long long time, I am posting something here. This was written on the occasion of a friend's birthday back in 2004. I was so 'full' of happiness that I realized that I am not even feeling hungry as I am 'fully loaded' with joy. No wonder, I celebrated the occasion with a poem by succumbing to an intentional hunger strike. The festive mood formed the basis of this amateur writing :)              


                                    

অনশন 

উপোশ করেছি আমি 
হ্যা , আমি উপোশ করেছি আজ !

আকাশকোলে মেঘবালিকারা আজ 
পাগল হয়েছে তীব্র প্রেমের ভাষায়
রন্ধ্রে রন্ধ্রে ওদের ছড়াচ্ছে আবেশ 
রোদবালকের তরে মিলনের আশায় 

উফ! কি ক্ষুধার্ত না হয়েছে আজ 
স্বপ্ন-ইচ্ছে-উষ্ণতাকে কাছে পেতে চায় 
মৃদু টোকায় ঝিমিয়ে পরা লজ্জাবতী 
প্রাণপুরুষের স্পর্শে জেগে যেতে চায় 

আশ্চর্য! ওরা মুদে যায় না আর !
না, ওরা মুদে যায় না আর !

অমাবস্যাভরা রাতের তিমিরে আজ 
দিশেহারা তারাগুলো নিভতে নারাজ
প্রাণমনে আনমনে ওরা পাক খায় 
বিন্দুসঙ্গমে পৌছে যেতে চায় 

উফ! কি অবুঝ না হয়েছে আজ 
নিজেকে সপেছে আদরের গভীরতায় 
আহা! কবে কে কোথায় পেয়েছে এমন ফুলশয্যার সাজ 
প্রিয়জনের নেশায় মাতাল হয়ে ছেড়েছে সর্বলাজ 

বিন্দুমাত্র আপোস করেনি আজ !
না, ওরা আপোস করেনি আজ !

উপোশ করেছি আমি 
হ্যা আমি উপোশ করেছি আজ!